জুমার নামাজের আযান দেওয়া হলো না মোয়াজ্জিন সাইনুদ্দিনের

জুমার নামাজের আযান দেওয়া হলো না মোয়াজ্জিন সাইনুদ্দিনের

BMTV Desk No Comments

রফিক বিশ্বাস, তারাকান্দা প্রতিনিধি
জুমার নামাজের আযান দেওয়া হলো না মুয়াজ্জিন সাইনুদ্দিনের। জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আযান দেয়ার জন্য সড়ক পারাপার করতে গিয়ে ঘাতক মাইক্রোবাসের চাপায় প্রাণ হারান মুয়াজ্জিন সাইনুদ্দিন (৫৫)  ।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের কাকুরা জামে মসজিদের মুয়াজ্জিন জুম্মার নামাজের আযান দেয়ার জন্য তারাকান্দা -শ্যামগঞ্জ সড়ক পারাপার কালে কাকুড়া নামকস্থানে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
তারাকান্দা থানার এসআই মোঃ শরিফুজ্জামান শরীফ জানান, জনতা ঘাতক মাইক্রোবাস ও চালক ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামের মমতাজ আলী মোল্লার পুত্র মোখছেদুল (৩৮) জনতা আটক করে।
খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে চালকসহ মাইক্রোবাস ঢাকা মেট্রো- চ ১২-০৯৬৭ থানা নিয়ে আসি। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। নিহত মুয়াজ্জিন ফরিদপুর গ্রামের মৃত মেহের আলী পুত্র।