করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলেই মানুষ এ থেকে মুক্তি পেতে পারে

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলেই মানুষ এ থেকে মুক্তি পেতে পারে

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ  আইন প্রয়োগ নয় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সাধারন মানুষের মধ্যে
স্বাস্থ্য বিধি মানতে সচেতনতা বৃদ্ধি করতে চায় ময়মনসিংহ পুলিশ। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলেই মানুষ এ থেকে মুক্তি পেতে পারে।


রবিবার সকালে মহানগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রমে এসব কথা বলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূইয়া। মানুষ নিজ ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের ভালো চাইলে সর্বদায় স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন পরিবহনে সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করে পুলিশ। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।