বর্নাঢ্য আয়োজনে সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

বর্নাঢ্য আয়োজনে সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

BMTV Desk No Comments

সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান জাকঝমক বর্নাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে ভাটিকাশর পাদ্রী মিশনের আমা আচিক রাসং মিউজিয়াম হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম এবং সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ফাদার তপন ডি রোজিরিও। বাংলাদেশ প্রভেন্সিস এর প্রভিন্সিয়াল সিস্টার মেরী জসিন্তার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার দোলিনা দ্রং (লিয়া) ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *