
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারজানা শান্তা নামে এক নারীকে আটক করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশফাকুর রহমান।
এর আগে গতকাল রাতে নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস বীজ উৎপাদন কেন্দ্রের স্টাফদের থাকার রুম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হওয়া ফারজানার স্বামী হৃদয় মিয়া (২৪) এবং তন্ময় ( ২৫) নামের এক যুবক জড়িত বলে জানিয়েছেন ডিআইজি। তবে অভিযানের সময় হৃদয় ও তন্ময় পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে। ব্রিফিংয়ে ডিআইজি জানান, কোথা থেকে কীভাবে এই অস্ত্রগুলো এনে কারা সংগ্রহে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটক হওয়া ফারজানা জানিয়েছেন তার স্বামী হৃদয় ও তন্ময় এসব অস্ত্র ও মাদক কেনাবেচা করতেন। কিন্তু এতগুলো অস্ত্র কোনো সাধারণ মানুষের মাধ্যমে সংগ্রহ হয়েছে বলে আমরা মনে করছি না, অবশ্যই এর পেছনে কোনো বড় ধরনের চক্র জড়িত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে এই রহস্য উন্মোচন করা হবে।
রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকায় ওই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। আটক ফারজানা শান্তা প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী হৃদয় মিয়ার স্ত্রী।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।তিনি বলেন, অভিযানের সময় হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে। হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এগুলো কীভাবে এলো, এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. হাছেন আলী বলেন, এগুলোর বিষয়ে আমার কিছুই জানা নেই। পুলিশ তদন্ত করুক। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।##
মতিউল আলম