ময়মনসিংহে অস্ত্রসহ মহানগর জাসদের সভাপতি আটক

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টার নগরীর মাদ্রাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

জানাযায়, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু তার ভাতিজা সৈয়দ সজলসহ পরিবারের লোকজন নিয়ে আকুয়া রেলক্রসিং থেকে সানকি পড়া রেলক্রসিং পর্যন্ত সরকারি রেলের জায়গায় অবৈধ প্রায় দুইশতাদিক দোকান থেকে লাখ লাখ টাকার চাঁদাবাজি করে আসছেন। রেলের জায়গায় তার একটি অফিস আছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তবে, অস্ত্র লাইসেন্স করা নাকি অবৈধ জানতে যাচাই বাচাই চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।