You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ টিকা নেয়ার ৪২ দিন পর কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।
গত ৭ ফেব্রুয়ারি জেলায় ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার দিনই তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থতা বোধ করলে রোববার (২১ মার্চ) তিনি কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা উপসর্গ দেখা দেয়ার পর ডেপুটি সিভিল সার্জন ছুটি নিয়ে আইসোলেশনে রয়েছেন। গতকালের চেয়ে তার আজকের অবস্থা তুলনামুলকভাবে ভালো।
এদিকে এই ২৪ ঘন্টায় জেলায় মোট ৬ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন।
সর্বশেষ সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে করোনা শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর ও ভৈরব উপজেলায় ২ জন করে মোট ৪ জন এবং তাড়াইল ও পাকুন্দিয়া উপজেলায় ১ জন করে মোট ২ জন শনাক্ত হয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষায় এই ৬ জনের পজেটিভ এসেছে।