
You must need to login..!
Description
মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে চিড়াই কাঠের গুঁড়া ,গমের ভূষি, ধানের তুষ মিশিয়ে নামীদামী ব্রান্ডের গো-খাদ্য তৈরি করে দীর্ঘদিন ধরেই বাজারজাত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ গোডাউন ভর্তি কাঠের গুঁড়া ও নিম্নমানের বিভিন্ন কোম্পানির নাম খচিত ১০৮ বস্তা গো-খাদ্য জব্দ করে। এ সময় কারখানাটির মালিক পালিয়ে যান।২৮ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্তা ও কেন্দুয়া আঞ্চলিক সড়কের পাশে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড বাজারে গো খাদ্য তৈরির কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে গো-খাদ্যের ব্যবসা করে আসছিলেন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী এলাকার কামরুল ইসলাম। নামীদামী ব্রান্ডের বস্তাভর্তি করে আঠারবাড়ি রায়ের বাজারের গুদামে রেখে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, বিগত চার বছর ধরে কামরুল ওই ঘরে স্থানীয় স-মিল থেকে কাঠের গুড়া এনে রাখেন।বিষয়টি অনেকের নজরে পড়লে আলোচনার সৃষ্টি হয়। গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে দোকানটি বন্ধ পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দোকানের তালা ভেঙে দেখা যায়, ঘরের ভেতরের এক পাশে স্তুপ করে রাখা কাঠের গুঁড়া, ধানের তুষ ও কিছু গমের ভূষি।
যা একসঙ্গে মিশিয়ে বিভিন্ন নামি-দামি কম্পানির নাম ব্যবহার করে বস্তায় ভরে বাজারজাত করা হতো । পুলিশ ১০৮টি গো খাদ্যের বস্তা জব্দ করে থানায় নিয়ে আসে। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ জানান, জব্দকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।###