ছিনতাইকালে হাতেনাতে আটক এক ছিনতাইকারী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ছিনতাইকালে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪। আটক জাহাঙ্গীর  ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাতিকুড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে। বর্তমানে সে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকার বাসিন্দা। ছিনতাইকারীর হেফাজতে থাকা দুটি স্টিলের সুইজ গিয়ার চাকু ও দুটি স্টিলের চাকু উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ (সিপিএসসি) এর কোম্পানীর অধিনায়কের পক্ষে  মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করেন ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত আনুমানিক রাত পৌনে ২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ চামড়া বাজার সামনে ছিনতাইকালে মো. জাহাঙ্গীর আলমে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাবের একটি আভিযানিক দল। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ‍দুটি স্টিলের সুইজ গিয়ার চাকু ও দুটি স্টিলের চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। ধৃত ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মতিউল আলম