গফরগাঁওয়ে পাইথল সরকার বাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজিমুশ্বান ওয়াজ মাহফিল

গফরগাঁওয়ে পাইথল সরকার বাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজিমুশ্বান ওয়াজ মাহফিল

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
আজ সোমবার বাদ আছর গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল সরকার বাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইথল সরকার বাড়ী হাজ্বী হাছেন আলী ও মরিয়ম বিবি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং জামে মসজিদের এর যৌথ উদ্যোগে আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন হযরত মাওঃ মুফতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে থাকবেন বি ,এস, এম, ইউ (সাবেক পিজি) এর সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মোফাখখারুল ইসলাম রানা। ওয়াজ ফরমাইবেন পীরে কামেল হযরত মাওঃ মুফতি শাহ মুহাম্মদ শফী ছাহব দা,বা। ওলামায়ে কেরামগণ।