রফিক বিশ্বাস, তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়েছে। ব্যবসায়ীকে মারধর করে ও চোখে বালু ছিটিয়ে ছিনতাই করে পালানোকালে জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম তালদিঘী গ্রামের রায়হান বিশ্বাস (২১) তারাকান্দা বাজারে বিকাশ দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৮টায় ৩/৪ ছিনতাইকারি চোখে বালু ছিটিয়ে ৪৫হাজার টাকা, মোবাইল ফোনসহ ব্যাগ ছিনতাই করে। ওই ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের সোপর্দ করে করে। এ ঘটনায় বিকাশ ব্যবসায়ী রায়হান বিশ্বাস বাদী হয়ে ছিনতাইকারী উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা ( টানকান্দা)গ্রামের আছম উদ্দিনের পুত্র সজিব(২১)ও ওয়াহিদুজ্জামানের পুত্র মাহমুদুল হাসান হৃদয়(২১) নাম উল্লেখসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে তারাকান্দা থানা মামলা দায়ের করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, উক্ত ঘটনার দায়েরকৃত মামলার ২ আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।