
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ও ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ছিনতাইয়ের দুই ঘন্টাপর ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এসময় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সিমান্ত (৩০) ও কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার তেবাড়িয়া এলাকার মিটু মিয়ার ছেলে সাকিব হাসান রাসেল (২৫)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মেদিলা মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি জব্দ করে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ নগরীর বাসিন্দা এমদাদুল হকের একটি টয়োটা প্রাইভেটকার গাড়ি ভালুকার হাজিরবাজার জালালের মোড় থেকে সোমবার দিবাগত রাত ৩টায় রাস্তা আটকিয়ে ছিনতাই করে একদল ছিনতাইকারী। এসময় গাড়িতে থাকা গাড়ির চালককে আপনকে ছুরিকাঘাত করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। চালক আপন জরুরি সেবা ৯৯৯’এ কল দিলে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবগত করেন। বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে ওই দিন ভোর রাত ৫ টায় মেদিলা মোড় থেকে গাড়ি উদ্ধার করে পুলিশ এবং দুই ছিনতাইকারীকে আটক করে।
ওসি মো. শামসুল হুদা খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আটক দুই’জনকে আদালতে পাঠানো হয়েছে।##