করোনা মোকাবেলায় ময়মনসিংহ জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন অব্যাহত

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে মাস্ক ক্যাম্পেইন করেছে জেলা পুলিশ। বুধবার (২৪মার্চ) দুপুরে নগরীর চরপাড়া মোড়ে বিভিন্ন স্লোগানে সম্ভলিত প্লে-কার্ড হাতে নিয়ে পুলিশ সদস্যরা করোনা মোকাবেলায় জনসচেতনতার বাড়াতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও মাস্কসহ জনসাধারণের মাঝে করোনার সুরক্ষা সামগ্রীও বিতরণ করে জেলা পুলিশ। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ,অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া,জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হুসােইন,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহমেদ, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রমুখ

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার