
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
দাদনের টাকা ফেরত দিতে দেরি হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা টাঙ্গাবো ইউনিয়নে বিএনপি নেতা ইসলাম উদ্দিন গং দক্ষিণ টাঙ্গাবো গ্রামের কৃষক মো.শামসুদ্দিনকে মারধর করে তার দুটি গরু ছিনিয়ে ছিনিয়ে নিয়ে যায়। কৃষককে মারধর এবং গরু ছিনিয়ে নেয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাইরাল ভিডিওর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে গরু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে পুলিশের সমঝোতার মাধ্যমে গরু দুটি ফেরত পান কৃষক শামছুদ্দিন।
বিএনপির স্থানীয় সাবেক নেতা (বুলবুল) জানায়, কৃষককে মারধর করে গরু ছিনিয়ে নেয়ার ভিডিওতে স্থানীয় বিএনপির যেসব নেতাদের দেখেছি তাদের ছবি দিয়ে বিএনপি নেতা গফরগাঁও উপজেলার পাঁগলা থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এ্যাড. ফাত্তাহ খানের শুভাকাঙ্খী হিসেবে পোষ্টার প্যানার বানিয়েছে। তিনি এটাও বলেছেন, যেসব নেতা মারধর করে গরু ছিনিয়ে নিয়েছে কৃষক শামসুদ্দিনের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য তাদের কাছ থেকে টাকা নেয়নি। আমার জানামতে অন্য ব্যাক্তির কাছ থেকে ঐ কৃষক টাকা নিয়েছিল।
এব্যাপারে পাগলার থানার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হামিদ বলেন, ঘটনার সাথে জড়িত লোকজন বিএনপির নেতা ফাত্তাহ খানের লোক।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, নেতাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন শামসুদ্দিন। টাকা ফেরত দিতে দেরি হওয়ায় তারা গরু নিয়ে যায়। পরে শুক্রবার বিকেলে গরু দুটি কৃষককে ফেরত দেয়া হয়। এবিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এব্যাপারে গতকাল রোববার পযন্ত থানায় কোন অভিযোগ হয়নি।##
মতিউল আলম