সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিনিয়র সাংবাদিক মতিউল আলমসহ ১৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ধোবাউড়া প্রেসক্লাবের আজীবন সদস্য দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার মতিউল আলম ও মরনোত্তর সাংবাদিকসহ ১৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। পেশার মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি জনগণের সামনে তুলে ধরেন। আমরা তাদের সফলতা কামরা করি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হালুয়াঘাট- ধোবাউড়া আলোকিত করতে যা যা করা দরকার তাই করবেন। ধোবাউড়াবাসীর দুঃখ নেতাই নদীর উভয় তীরে ভেড়ীবাধ ও খননের মাধ্যমে ধোবাউড়াবাসীর দৃুঃখ দৃুর করা হবে।

এই উপলক্ষে শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে ধোবাউড়ার উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবুল হাশেম এর সঞ্চালনায় প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সম্পাদক শামসুল হক মৃধা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদ্য মফিজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, গণঅধিকারের সভাপতি জিন্নত আলী।

সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন ধোবাউড়া প্রেসক্লাবের আজীবন সদস্য দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার মতিউল আলম, ধোবাউড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফজলুল হক ফকির, সংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক ফকির, শিক্ষা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আতাউর রহমান খোকন, সদস্য ইয়াসিন আরাফাত তুষার।

আলোচনা সভা শেষে ধোবাউড়ার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মরনোত্তর সহ ১৪ জনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মতিলাল সরকার, অধ্যাপক আব্দুল খালেক পাঠান, সুলতান মামুন রতন, যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুজ্জামান প্রিন্স, কোষাধক্ষ কামরুল ইসলাম আমির, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহানসহ অন্যান্য সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তির