
You must need to login..!
Description
রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকার আবাদি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। আবাদি জমির মাটি ইটভাটা বিক্রি হওয়ায় কৃষি জমিগুলি পরিণতি হচ্ছে ডোবা বা গর্তে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার ১০ইউনিয়ন এ গত ১০ বছরে অর্ধেক আবাদি জমি পুকুর কিংবা ডোবায় পরিণত হয়েছে। প্রশাসনের সঠিক তদারকি না থাকায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা এই পরিস্থিতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া বাজার সংলগ্ন তিন ফসলি জমির মাটি ভেকু দিয়ে খনন করে ড্রাম ট্রাক যোগে কামারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জল তার মালিকানাধীন নাইশা ব্রিকস ফিল্ডে নিচ্ছে। পিঠাসুতা গ্রামের একাধিক বাসিন্দা জানান, গত এক সপ্তাহ ধরে ভেকূ দিয়ে মাটি খনন কোদলধর রূপচন্দ্রপুর ইটভাটা যাচ্ছে। উপজেলার বানিহালা ইউনিয়নের নগুয়া গ্রামের একাধিক কৃষক জানান, গত এক সপ্তাহ যাবত উঁচু জমির মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়।
কামারগাঁও ,তারাকান্দা, কাকনি ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ইটভাটার মালিকরা ভাটার আশপাশে ইট তৈরির এঁটেল মাটি পেয়ে না পেয়ে বিভিন্ন এলাকা থেকে মাঠে কিনে ইট তৈয়ার করছে। উপজেলার নলদিঘী, পশ্চিম তালদিঘী, মাঝিয়ালি, বালিজান গ্রামের আবাদি জমি কমে পুকুর বা ফিশারি হয়েছে।