ময়মনসিংহে ভোক্তা অধিকারের অভিযানঃ ঊনত্রিশ হাজার টাকা জরিমানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় ও ময়মনসিংহ জেলা কার্যালয় আজ ৮ জানুয়ারি ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ত্রিশাল বাজারে তদারকি ও জরিমানা করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুস ছালাম উপস্থিত ছিলেন। এসময় ত্রিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠান-কে ঊনত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।