
You must need to login..!
Description
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈশ্বরগঞ্জে অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ওই শীতবস্ত্র বিতরণ করেন।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার পস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়হিত ইউনিয়নের ১২শ অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, ফয়সাল প্রমুখ।