নান্দাইলে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন ভূইয়া গ্ৰেফতার

নান্দাইলে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন ভূইয়া গ্ৰেফতার

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন ভূইয়া যৌথ বাহিনীর হাতে গ্ৰেফতার হয়েছেন।
১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে ক্যাপ্টেন ইমতিয়াজ এর নেতৃত্বে যৌথবাহিনীর টহল টিম চণ্ডীপাশা ইউপির বাশাটি গ্ৰামের সুরুজ মিঞার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা নাই।
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে সহযোগিতা করাসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে নতুন করে মামলা দায়ের করে গ্ৰেফতার দেখানো হবে ।###