
You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএম শাহাদাত হোসেন জয়(১৯) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করেছে।শনিবার (১১ জানুয়ারী) দুপুরে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
নিহত এসএম শাহাদাত হোসেন জয় উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে, সে পেশায় টাইলস মিস্ত্রি ছিল। আর ছুরিকাঘাতকারী সাব্বির মিয়া(২৩) নিহত জয়ের বন্ধু ও পাশবর্তী লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বুধবার বিকালে মশাখালী বাজার এলাকায় সাব্বির হোসেন এসএম শাহাদাত হোসেন জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বির জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়ের স্বজনরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জয় মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত জয়ের মামা সোহাদ মিয়া বলেন, আমার ভাগ্নে জয়কে কেন হত্যা করা হয়েছে আমরা জানিনা। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আশাকরি পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য বের করে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।