
You must need to login..!
Description
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের এক ছাত্রী (১২)কে যৌন হয়রানীর অভিযোগে থানায় মামলা হয়েছে । এলাকাবাসী এবং থানায় অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী চাচাতো বোনজামাই চার সন্তানের জনক হাদিস মিয়া কর্তৃক যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে অভিযুক্ত হাদিস মিয়া ও তাঁর পরিবারের লোকজন মামলার বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। যৌন হয়রানির শিকার ছাত্রী (১১) পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত হাদিস মিয়া (৫০) রসুলপুর গ্রামের মৃত আবদুল আলীর পুত্র।
গত ৩রা জানুয়ারি/২৫ইং শুক্রবার সকালে ছাত্রীটি তার নিজ বাড়ির উত্তর পার্শ্বে টিনের বেড়া দেওয়া গোসলখানার টিউবওয়েলে সবজি ধুইতে যায়। এসময় হাদিস মিয়া ছাত্রীকে একা পাইয়া অসৎ উদ্দেশ্যে গোসলখানায় ঢুকে তাকে জাবরাইয়া ধরে এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি সহ ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটি তাহার কবল হইতে রক্ষার জন্য ধস্তাধস্তি করে এবং ডাক চিৎকার দিলে ওই ছাত্রীর মা সহ বাড়ির অনেকেই আগাইয়া আসিলে হাদিস মিয়া পালিয়া যায়।
পরে উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হলে হাদিস মিয়া ও তাঁর পরিবার ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যৌন হয়রানির শিকার ছাত্রীর পিতা এলাকায় সুবিচার না পাওয়ায় ১১ জানুয়ারী শনিবার নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।###