ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ছাত্রদল নেতা সজীব দল থেকে বহিষ্কার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ সজীবকে (৩০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে তাকে বহিষ্কার করা হয়।

এতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বুলবুল আহমেদের সঙ্গে কোনোরূপ সম্পর্ক না রাখতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ রবিন বলেন, অস্ত্রসহ গ্রেফতারের পর বিষয়টি কেন্দ্রীয় কমিটি নজরে আসলে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির অপরাধের দায় দল কখনোই নেবে না।এর আগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকা থেকে সজীবকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।##

মতিউল আলম