গফরগাঁও সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে চড়ইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজঃ 

গফরগাঁও সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে চড়ইভাতি ওসাংস্কৃতিক অনুষ্ঠান আজ রোববার (২৬শে জানুয়ারি) কলেজ সবুজ চত্বরে আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ । এতে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগীর প্রধান সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীরুল ইসলাম , ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক মোঃ আবদুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান
বিভাগের ছাত্রী ইসরাত জাহান সম্পা প্রমুখ । উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব গফরগাঁও উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আতিকুল্লাহ , দৈনিক কালেরকন্ঠ গফরগাঁও প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম
,কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক , ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ প্রমুখ । মনোরম পরিবেশের মধ্য দিয়ে মাঘের শীতে কলেজ সবুজ চত্বরে খোলা আকাশের নীচে বসে শত শত ছাত্র-ছাত্রী চড়ইভাতি ব্যতিক্রম খাবারের অংশ নেয় । খাবারে মেনু ছিল মুরগীর গোস্ত ,আবহমান গ্রামবাংলার ডাল
সবজিসহ হরেক রকমের খাবার ।