ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর ১ বছর পূর্তি উদযাপন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

২০২৪ সালের ২৮ জানুয়ারি ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর ২০ জন যুব কাউন্সিলরের শপথ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শপথ পাঠ করান তৎকালীন মেয়র এবং উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশ এর নির্বাহি পরিচালক এস এম সৈকত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে নগর যুব কাউন্সিল গঠিত হয় দেশের চারটি সিটি কর্পোরেশন নিয়ে চারটি নগর যুব কাউন্সিল যথা: ময়মনসিংহ, রাজশাহী, নারায়ণগঞ্জ ও রংপুর নগর যুব কাউন্সিল। যেখানে প্রত্যেক সিটির ১৮-৩৫ বছরের যুবরা নির্বাচিত করেন তাদের যুব কাউন্সিলরদের। প্রতি সিটিতে ১০ জন ছেলে যুব কাউন্সিলর ও ১০ জন মহিলা যুব কাউন্সিলর মাধ্যমে নগর যুব কাউন্সিল গড়ে উঠে।
তারই প্রেক্ষিতে ২০২৩ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ময়মনসিংহের ৫০০০ হাজার যুব ভোটারের অংশ গ্রহণে ১০ যুব কাউন্সিলর ও ১০ জন মহিলা যুব কাউন্সিলর নির্বাচিত হন।

নগর যুব কাউন্সিল (UYC) একটি পরামর্শমূলক কাঠামো/কমিটি, যার ভূমিকা হচ্ছে নগরে বসবাসকারী ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করা, যারা বাংলাদেশের নির্বাচিত শহরগুলোতে বসবাস, কাজ, লেখাপড়া অথবা সামাজিকীকরণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। নগর যুব কাউন্সিল Advancing Engagement by Setting Up Urban Youth Councils in Bangladesh এর অধীনে United Nations Democracy Fund (UNDEF) United Nations Human Settlements Programme (UN-Habitat) এর সহযোগিতায় সিরাক-বাংলাদেশ পরিচালিত একটি গণতান্ত্রিক যুব উন্নয়নমূলক কার্যক্রম। এই কার্যক্রমের লক্ষ্য হলো বাংলাদেশের নির্বাচিত শহরসমূহে সিটি কর্পোরেশন/নগর কর্তৃপক্ষ/অন্যান্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে অংশীদারির ভিত্তিতে নগর যুব কাউন্সিল (UYC) এর একটি মডেল প্রতিষ্ঠা করে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণকে সহজতর করা।

তারই ধারাবাহিকতায় গতকাল ২৮ জানুয়ারি ২০২৫ইং ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর ১ বছর পূর্তি উদযাপন করা যায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশ এর উপ-পরিচালক(প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া, সিরাক বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সঙ্গিতা সরকার, প্রোগ্রাম এসোসিয়েট শাপলা আক্তার, নাট্য পরিচালক….,তরুণ নাট্য নির্মাতা জাহাঙ্গীর আলম রবিন, ভিশণ নাট্যাঙ্গন সভাপতি নাজমুল হাসান রাজু খান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১,২,৩ নং ওয়ার্ড এর যুব কাউন্সিলর সালাউদ্দিন কাদের সাদি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩,৪,৫ নং ওয়ার্ড এর যুব কাউন্সিলর মিনহাজুল ইসলাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ড এর মহিলা যুব কাউন্সিলর সালমা আক্তার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৩,১৪,১৫ নং ওয়ার্ড এর মহিলা যুব কাউন্সিলর তাকিয়া ইসলাম আঁখি ,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬,১৭,১৮ নং ওয়ার্ড এর যুব কাউন্সিলর রবিন মিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯,২০,২১,২২ নং ওয়ার্ড এর যুব কাউন্সিলর সজিব হাসান সানি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২৭,২৮,২৯,৩০ নং ওয়ার্ড এর যুব কাউন্সিলর মোহাম্মদ রিয়াদ।

ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর ১ বছর পূর্তি উপলক্ষ্যে বক্তব্য দেন মোঃ সেলিম মিয়া, উপপরিচালক (প্রোগ্রাম) সিরাক বাংলাদেশ, তিনি বলেন, আজকের ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক ভালো লাগছে। আমি এই কাউন্সিল এর বিগত দিনের কার্যক্রমগুলো দেখেছি যা অনেক ভালো ছিল, আমি চাই এই কাউন্সিল সামনের দিনগুলোতে আরো ভালোভাবে সমাজের জন্য,দেশের জন্য কাজ করে যেতে পারে সেই দোয়া আর প্রত্যাশা রইল।
সজিব হাসান সানি (যুব কাউন্সিলর, ১৯,২০,২১,২২ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ) তিনি বলেন,, দেশের ক্রান্তিলগ্নে বহু অবহেলায় যতটুকু পেরেছি আমরা নগরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে নিযুক্ত ছিলাম আজ আমাদের ১ বছর পুর্ণ হলো । সামনে পরিকল্পনার মধ্যে রয়েছে তারুণ্যময় আধুনিক সিটি হিসেবে গঠন করার জন্য কাজ করে যেতে চাই আর সেটা বাস্তবায়ন এর জন্য অবশ্যই যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত আছেন তাদের সহনশীল হতে হবে।

রবিন মিয়া ( যুব কাউন্সিলর ১৬,১৭,১৮ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ) তিনি বলেন, আজকের আমাদের কাউন্সিল এর ১ বছর পূর্ণ হলো, বিগত দিনে আমরা এই কাউন্সিল এর মাধ্যমে সমাজে যুবদের জন্য, দেশের জন্য এগিয়ে এসে কাজ করেছে ( স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা করেছে, বন্যার্তদের জন্য কাজ করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতির জন্য সেই ভাবে কাজ করার সুযোগ হয় নাই, তাই আমরা আগামীতে সমাজের ও দেশের জন্য কিছু পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছি যা সামনের দিনে পালন করার চেষ্টা করবো । আমরা যুব আমরা চাইলে সমাজের পরিবর্তন আনতে পারি, আমরা আমাদের দেশের ও সমাজের পাশে সবসময় ছিলাম,আছি আর থাকবো তাই আপনারা সবাই আমাদের ময়মনসিংহ নগর যুব কাউন্সিল – এর জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে পারি।

তাকিয়া ইসলাম আঁখি ( মহিলা যুব কাউন্সিলর, ১৩,১৪,১৫ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ) তিনি বলেন, আজকে আমাদের নগর যুব কাউন্সিল এর শপথ গ্রহণ করার একবছর পূর্ণ হলো আজকের দিনটি আমরা কেট কেটে উদযাপন করেছি এবং অনেক ভালো লেগেছে আমার সামনে আরো ভালো ভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সালাউদ্দিন কাদের সাদি ( যুব কাউন্সিলর, ০১,০২,০৩ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ) তিনি বলেন আজকে আমাদের কাউন্সিলের ১ বছর পূর্ণ হলো, অনেক ভালো লাগতাসে, বিগত দিনে দেশের চলমান পরিস্থিতি, ক্ষমতা হস্তান্তর এর জন্য আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাই আগামীতে কিভাবে সমাজের জন্য দেশের জন্য কাজ করতে হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব।