ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

BMTV Desk No Comments

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মো. হালিম (২৯) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো. হালিম জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, মো. হালিম হার্টের রোগী ছিলেন। তাকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু রাতে মারা যান।ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসক জানান, হালিম হার্টের রোগী। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এর আগে ২০২১ সালের একটি হত্যা মামলার আসামি ছিলেন হালিম। ওই বছেরর ১ এপ্রিল আটক হন তিনি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।##

মতিউল আলম