শনিবার  বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতে ইসলাম

শনিবার বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতে ইসলাম

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার রাত আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী একটি ভিডিও বার্তায় কর্মসূচির বিষয় জানান। হেফাজতের প্রচার সেলে সদস্য মাওলানা আতাউল্লাহ আমিন সাংবাদিকদেরকে জানান, ঢাকার ডেমরা ও উত্তরায় বিক্ষোভ সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে আবদুর রব ইউসুফী বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি। তিনি বলেন, ঢাকার বায়তুল মোকাররমে, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারি দলীয় ক্যাডার বাহিনী হামলা করে পাঁচনজনকে শহীদ করেছে। অসংখ্য মুসল্লিকে আহত করেছে এবং গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়েছে।