ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে প্রায় নয় কোটি টাকার চেক হস্তান্তর

image

You must need to login..!

Description

ফকরুল আকন্দ :বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে প্রায় নয় কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রসাশন হল রুমে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন এর সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহ বিভাগ উন্নয়নকল্পে এই ভূমি অধিগ্রহন করা হয়। তাই, অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে। আজকে ২৬ জন অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ৮ কোটি ৯০ লক্ষ ৩৯৭ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।