
You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ৮ টি গ্রামে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাষ্টিক সংগ্রহ আভিযান শুরু করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশকে দূষনমুক্ত করার লক্ষ্যে রাঙ্গামাটিয়া ইউনিয়নের ৮ টি গ্রামে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাষ্টিক সংগ্রহ আভিযানে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে অংশগ্রহণ করেন গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, কমিউনিটির জনগন। গ্রাম পর্যায়ের সকল জনগনকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে এ সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অভিযানের বিষয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া এপি’র কর্মসূচী কর্মকর্তা লিটন মৃ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন খ্রীষ্ট রাজার ধর্মপল্লীর ফাদার শিমোন হাচ্ছা, ভিডিসি চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোঃ কুদ্দুস মিয়া, দরগাচালা জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক পূর্নিতা জেংচাম।