ময়মনসিংহে হেফাজতে ইসলামের  বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

শনিবার দুপুরে ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মুফতি শরিফুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী,ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মুফতি ফজলুল হক, আল্লামা আনোয়ারুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি মাহবুবুল্লাহ্, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাকারিয়া, মাওলানা আবু হানিফা নোমান, মাওলানা মুহাম্মদ, মাওলানা নুরুল আবসার মাসুম, মুফতি আমীর ইবনে আহমাদ, শাহ মোশাররফ, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, মাওলানা রশিদ আহমদ ফেরদৌস, মুফতি আকরাম হোসাইন ও মাওলানা চৌধুরী নাসির আহমাদ প্রমুখ।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার হতাহতের ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।