রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসম্মুখে প্রচার করছেন–এড. এম.এ হান্নান খান

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসম্মুখে প্রচার করছেন–এড. এম.এ হান্নান খান

BMTV Desk No Comments

খবর প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট জনসম্মুখে প্রচারকালে ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম.এ হান্নান খান ৩১ দফা অনুযায়ী এ কথা বলেন, তিনি গত ৮ ফেব্রুয়ারী শনিকবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ডের বিহাহী ক্যাম্প, ব্রীজ চত্ত¦র, ইসলাম বাগ ও র‌্যালীর মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে, ময়মনসিংহ মহানগর বাস্তহারা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম মোঃ আনার মোল্লা, বিহারী ক্যাম্প শাখার আহ্বায়ক তাহের উদ্দিন, ইসলাম বাগ শাখার আহ্বায়ক হবি মিয়া, সদস্য আকলিমা, রেনুআরা, ভানু বেগম ও আছমাসহ বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।