You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ , ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, দেশের জন্য কিছু করতে হলে অবশ্যই মানুষের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে রূপকল্প ২০৪১ঃ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে যদি হত্যার চেষ্টা না করা হত তবে উন্নয়নশীল দেশ হবার জন্য ৫০ বছর অপেক্ষা করতে হতো না।
রূপকল্প ২০৪১ প্রসঙ্গে সিটি মেয়র তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে তা চলমান থাকলে ২০৪১ এর আগেই রূপকল্পের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
তিনি আরো যোগ করেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে কার্যকর এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়েছেন তা এর আগে আর কেউ কখনো নেয়নি। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগকে ফলপ্রসু করতে যার যার অবস্থান থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী কততে হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন, ময়মনসিংহ ডাঃ এ বি এম মশিউল আলম এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম। মূল প্রবন্ধের আলোকে সেমিনারে অংশগ্রহণকারীগণ তাদের মতামত উপস্থাপন করেন। সেমিনারের সঞ্চালন করেন সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া।
সেমিনারে বীর মুুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।