স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম লিটন (৫৭), ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান আব্দুল্লাহ (২২), আওয়ামী লীগের কর্মী জাহিদুল হাসান জাহিদ (২৭), মো. কিরন (৩০), চাঁন মিয়া (৪৮), শামসুল আলম (৫০), আল আমিন হোসেন (৩২), যুবলীগ কর্মী উত্তম দাস (৪০), কবির (২৫), লামীম হাসান ওরফে রাব্বী (২৮), মাহবুবুর রহমান মিন্টু (৩২), আব্দুছ ছালাম (৩৮) ও রানু বেগম (৪২)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।