নান্দাইলে ১১ বছর পর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নান্দাইলে ১১ বছর পর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

BMTV Desk No Comments

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

দীর্ঘ ১১ বছর পর ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের যৌথ সাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও নান্দাইল উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ।

অন্যদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক করা হয় ও সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূঁইয়া মনিরকে সদস্য সচিব করে পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিন পর উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করায় নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।###

LATEST POSTS