
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে র্যাব দেখে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারি দুই ভাইকে র্যাবের সদস্যরা মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২৪৪ বোতল ফেন্সিডিল জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বিল রাউল এলাকার সুরুজ আলীর দুই ছেলে বাচ্চু মিয়া ওরফে জুনাইদ ইসলাম (৩৮), টিপু সুলতান (২৭)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে র্যাবের একটি টহল দল নগরীর রহমতপুর বাইপাস মোড়ে চেকপোষ্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি হিরো মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ী টহল দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মোটরসাইকেলে তাড়া করে দুই ভাইকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ২৪৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আসামী ও আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে