
You must need to login..!
Description
এনায়েতুর রহমান, স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় আড়াই ঘন্টা বিলম্বে যাত্রা করে ট্রেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় মশাখালী-কাওরাইদ স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ রুটে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি করে। সেখান ছেড়ে মশাখালী-কাওরাইদ স্টেশনের মধ্যবর্তী এলাকায় ইঞ্জিন বিকল হয়। ট্রেন চালকসহ সংশ্লিষ্টদের চেষ্টায় প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি কোন রকমে কাওরাইদ স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব হয়। পরে সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি কাওরাই স্টেশনে নিয়ে যাওয়ায় এ লাইনে ট্রেন চলাচলে তেমন কোন বিঘ্ন হয়নি। তবে রিলিফ ইঞ্জিনের সহায়তায় যমুনা ট্রেন প্রায় আড়াই ঘন্টা বিলম্বে ঢাকায় যাত্রা করে।