ভালুকায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগে যুবদলের ৩ নেতা বহিষ্কার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
তারা হলেন, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাজাহান প্রধান।
এছাড়া হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শক্তি প্রদর্শন পূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ ছিল স্থানীয় যুবদলের ওই চার নেতার বিরুদ্ধে। এনিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দখলবাজির প্রমাণ পাওয়ায় ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যুবদল নেতা আবু সাঈদ জুয়েলকে সতর্ক করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার