তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়–ডনাল্ড ট্রাম্প

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। তবে, তিনি এমন কিছু হতে দেবেন না। জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না।’ মার্কিন প্রেসিডেন্টের কথায়, তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারও লাভ নেই, আর আমরা এর থেকে খুব বেশি দূরে নেই। যদি আমাদের এই (বাইডেন) প্রশাসন আরও এক বছর থাকত, তাহলে তোমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে। কিন্তু এখন আর তা ঘটবে না।বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধগুলো চলছে, তা বন্ধ করার আশ্বাস শোনা গেছে ট্রাম্পের কথায়। তিনি বলেন, ‘এই বোকা বোকা, চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না। বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এ ক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন। বলেন, ‘ইলন বলেছেন-ইউক্রেন সম্পর্কে প্রেসিডেন্টের ধারণা একেবারেই সঠিক। এটা সত্যিই দুঃখজনক যে এই অর্থহীন যুদ্ধে এত বাবা-মা তাদের ছেলেদের হারিয়েছেন এবং এত ছেলে তাদের বাবাদের হারিয়েছেন।’

গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের অবনতি ঘটলেও ইউক্রেন সংঘাত নিরসনের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে অভিহিত করেন।

ট্রুথসোশ্যাল-এ একটি পোস্টে বলেছেন, ‘চিন্তা করে দেখুন, একজন বিনয়ী সফল কৌতুকাভিনেতা ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার ব্যয় করতে বলেছিলেন, এমন একটি যুদ্ধে জিততে, যা তার পক্ষে জেতা সম্ভব নয়। এটি এমন একটি যুদ্ধ, যা তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের সাহায্য ছাড়া বন্ধ করতে পারবেন না।’

সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ‘রাশিয়া যুদ্ধ বন্ধ করতে ইচ্ছুক এবং তিনি শিগগিরই পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।’ ট্রাম্প বলেছিলেন, ‘সেখানে যে বর্বরতা চলছে তা তারা (রাশিয়া) বন্ধ করতে চায়। প্রতি সপ্তাহে যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্য নিহত হচ্ছে।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার