ময়মনসিংহে ২০ লক্ষ টাকার বিদেশী মদসহ কারবারি আটক

ময়মনসিংহে ২০ লক্ষ টাকার বিদেশী মদসহ কারবারি আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে বিশ লক্ষ টাকার বিদেশী মদসহ মো. ইয়াছিন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।

এর আগে ওই দিন সকালে নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচুড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকার নেত্রকোণা-শেরপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ মাদক কারবারি ইয়াছিনকে আটক করা হয়েছে। এসময় পিকআপ ভ্যান থেকে ২৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ ৭০ হাজার টাকা। মাদক কারবারি ইয়াছিনকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।