
You must need to login..!
Description
:স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে তরুনীর আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল যুবক গ্রেফতার করেছে আর্মড পুলিশ। গ্রেফতারকৃতের নাম হাবিবুর রহমান (২৩)। সে টাঙ্গাইল সদরের ধুলবাড়ী পূর্বপাড়ার মোঃ আব্দুল আওয়ালের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, সিনথীয়া আক্তার (২১) (ছদ্মনাম) সাথে এক বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় হাবিবুর রহমানের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভুক্তভোগী তরুণীর কাছ থেকে নানা অযুহাতে টাকা নিতো এবং একপর্যায়ে বিয়ের আশ্বাসে তরুনীকে টাঙ্গাইল এসে দেখা করতে বলে হাবিবুর।
পরবর্তীতে গত বছরের ২ ডিসেম্বর টাঙ্গাইল গিয়ে হাবিবুরের সাথে দেখা করে ঐ তরুণী। এসময় তরুনীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাবিবুর তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করলে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। পরবর্তীতে তরুনীর মোবাইল ফোনের ফটো গ্যালারিতে থাকা আপত্তিকর ছবি দেখিয়ে টাকা দাবি করে ব্লাক মেইল করতে থাকে।
এছাড়াও টাকা দিতে না পারায় তরুনীকে তার সাথে ভিডিও কলে এসে আপত্তিকর অবস্থায় কথা না বলে তাহলে সে বাদীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। এরুপ হুমকিতে তরুনী ভয়ে নিজের সম্মান বাঁচাতে নিরুপায় হয়ে তার সাথে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলে। উক্ত ভিডিও কলের কথোপকথন বাদীর অজ্ঞাতসারে মোবাইলে স্কীন রেকর্ড করে রাখে। উক্ত স্কীন রেকর্ড এবং আপত্তিকর ছবি দিয়ে বিবাদী পুনরায় বাদীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।
এই অবস্থায় বাদী নিরুপায় হয়ে পরিবারের সম্মান বাঁচাতে এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ৯৯৯ থেকে বাদীকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে গিয়ে একটি অভিযোগ দাখিলের পরামর্শ প্রদান করে।
পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারী ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম শাখায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে একই সাথে ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে (যার নং-১১৩২, তারিখ-২৪/০২/২০২৫খ্রিঃ) বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার ক্রাইম সেল কর্তৃক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেলের উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামীকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫ তারিখ-২৫/০২/২০২৫খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ এর ৮(১/২/৩) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।