হালুয়াঘাট প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে কাঁঠাল গাছের উপর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শান্ত নামের ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। পরে কাঁঠাল গাছের উপরে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। শান্ত উপজেলার শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রামের রুকন মিয়ার পুত্র। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কিভাবে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।