মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
– ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই শেখেরডাংগর গ্রামে চাচা-ভাতিজার মাঝে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ শতাংশ কৃষি জমির ফসল মরিচ, রসুন, বেগুন ও টমেটো গাছ কেটে ক্ষতিগ্রস্থ করা হয়েছে । শেখের ডাংগর গ্রামের আব্দুল হাই (৮০) ও মৃত ওয়াহেদ আলী দুইভাই। চাচা আব্দুল হাই দুই বছর পূর্বে তাঁর বাড়ির অংশ থেকে ১৮ শতক জমি তাঁর বিবাহিত মেয়ে মনোয়ারা ও হারুনার নামে লিখে দেন। কিন্তু প্রতিপক্ষ মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুল হাইয়ের ভাতিজা আব্দুস সাত্তার, আব্দুল গণি, ফরজুল হক, কালাম গংরা সে জমি তাদের নিজেদের বলে দাবি করে । এ নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নান্দাইল মডেল থানায় একটি সালিশ হবার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও আব্দুল গণি গংরা সালিশে বসতে বিভিন্ন তালবাহানা করে । আব্দুল হাই জানায় তারা কোন মিমাংসায় আসতে চায় না বলেই বৃহস্পতিবার ভোরে আব্দুস সাত্তার গংরা দলবদ্ধ হয়ে আব্দুল হাইয়ের ৭০ শতাংশ জমিতে থাকা মরিচ, রসুন,বেগুন, টমেটোর গাছ কেটে ফেলে রেখে যায়। এ ছাড়া আব্দুল হাই পরিবারের সদস্য হৃদয় মিয়া জানান, ৬ মাস পূর্বে প্রতিপক্ষরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। গত ২২ জানুয়ারি আব্দুস সাত্তার গংরা বাড়িতে এসে হামলা চালিয়ে লিটন ও সাবিনাসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ৩১ জানুয়ারি থানায় মামলা (মামলা নং-২০( ১)২০২৫ ) দায়ের করেছেন। প্রতিপক্ষ কালাম ও ফরিদ মিয়া জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। চাচার সাথে তাদের ১৮ শতক জমি নিয়ে বিরোধ চলছে তা ঠিক, তবে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থের সাথে তারা কেউ জড়িত নন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থানায় আসতে বলে এসেছিলেন। এর মধ্যে একপক্ষের ফসলি জমি ক্ষতিগ্রস্থ করা হয়েছে। ক্ষতি গ্রস্থরা অভিযোগ দিয়েছে । আইনগত পদক্ষেপ নেওয়া হবে।