সাংবাদিকদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের তীব্র প্রতিবাদ ভূয়া সাংবাদিকদের অপতৎপরতায় উদ্বেগ বিটিজেএর

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ 

সাম্প্রতিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অপসাংবাদিকতা এবং ভূয়া সাংবাদিকদের দৌরাত্মে উদ্বেগ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের নাম এবং ছবি ব্যবহার করে মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিটিজেএ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজেএর কার্যনির্বাহী কমিটির সভায় এ নিন্দা জানান হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজেএর সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ আশিকুল ইসলাম, সহ সভাপতি জালাল উদ্দিন রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম , অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল, দপ্তর ও প্রচার সম্পাদক মীর মোঃ শাহীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, সদস্য আশেক মান্নান হিমেল , সদস্য মেহেদী নূর পরশ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, একটি সংঘবদ্ধ চক্র ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি কার্যালয়ে গিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নাম ব্যবহার করে এবং নাম সর্বস্ব তথাকথিত অনুমোদন বিহীন টিভি, আইপি টিভি ও অনলাইন পোর্টালের পরিচয় পত্র ও লগো বহন করে অপতৎপরতা চালাচ্ছে। এই চক্রটি সাংবাদিকতার নাম ব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তার চাঁদাবাজিসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িত। এসব অনৈতিক অপতৎপরতা খুবই উদ্বেগ্ন জনক। এছাড়া চক্রটি সোশ্যাল মিডিয়ায় বিটিজেএর নেতৃবৃন্দ এবং মূল ধারার সাংবাদিকদের নাম এবং ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। চলমান সময়ে তাদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান হয়। বক্তরা বলেন অনুমোদনহীন টিভি, আইপি চ্যানেল, অনলাইন পোর্টাল এর নামে এসব অপসাংবাদিকতা জেলার সাংবাদিকতার ঐতিহ্যকে ম্লান করেছে। সাংবাদিকতার নামে কোন অপরাধীদের প্রশ্রয় না দেয়া এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলাবাহিনী প্রতি অনুরোধ করা হয়।
বার্তা প্রেরক মফিজুর রহমান লিমন সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার