ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে  যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার :বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে কেওয়াটখালী ভৈরব রেললাইনের পাশ থেকে ফকরুল ইসলাম রায়হান (২৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টায় নগরীর কেওয়াটখালী ভৈরব রেললাইনের পাশ থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ফকরুল ইসলাম রায়হান ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। উক্ত যুবক রেললাইনে কাটা পড়ে মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে।