স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে গত ৩০ মার্চ উদ্ধারকৃত অজ্ঞাত নারী লাশের রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। সেইসাথে হত্যাকারী ঘাতক কামাল ফকিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ । লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে রাবেয়া খাতুন (৩০) এর খুনের রহস্য উদঘাটন করলো জেলা গোয়েন্দা শাখা( ডিবি)।
ডিবির ওসি শাহ কামাল জানান, ডিবির এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নান্দাইল থানার উত্তর পালাহার গ্রামের আবুল হাসেম ফকিরের ছেলে ঘাতক মোঃ কামাল ফকির (৩৭)কে আজ রাত আড়াইটায় ঈশ্বরগঞ্জ থানার কাঁঠাল ডাংরী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে আজ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীর কাছ থেকে মৃতের ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বর্তমানে জেল হাজতে আছে।
উল্লেখ্য গত ৩০ মার্চ রাত ৯টায় ঈশ্বরগঞ্জ পালাহার গ্রামের ভেকুয়া বিলের পাশ থেকে ঈশ্বরগঞ্জ থানার সুন্দাইল পাড়া গ্রামের হাদিস মিয়ার কন্যা রাবেয়া খাতুন এর লাশ উদ্ধার হয়। ঈশ্বরগঞ্জ থানা সুরতহাল করতঃ মর্গে প্রেরণ করে। ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ-৩০/০৩/২০২১ ইং, ধারা-৩০২ একটি মামলা রুজু হয়। থানা তদন্তাকালে মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সুপার, আহমার উজ্জামান, ময়মনসিংহ থানাসহ ডিবিকে নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ পুলিশ সুপার দিক নির্দেশনায় খুনীকে গ্রেফতার করে খুনের রহস্য উদঘাটন করে।