মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে নির্মাণাধীন রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়ার বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে আব্দুল মোমেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দু’পক্ষের হাতাহাতি সময় আব্দুল মোমেন কে প্রতিপক্ষের লোকজন কিলঘুষি মেরে আহত করলে দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মোমেন উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত মুকসুদ আলীর পুত্র।
নিহত আব্দুল মোমেনের পারিবারিক সূত্র ও নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায় – সম্প্রতি নান্দাইল রোড বাজার থেকে সিদ্দিকের বাড়ি পর্যন্ত সরকারি ভাবে রাস্তা নির্মাণ হয়। প্রতিবেশী সিরাজুল ইসলামের পুত্র সবুজ মিয়া, আশরাফুল ইসলাম ও আব্দুল হকের পুত্র ফাইজুল ইসলাম নির্মাণ করা সড়কের মাটি কেটে ফেলে দেয়। আব্দুল মোমেন ও তার বাড়ির লোকজন বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে মোমেন এর বুকে কিল ঘুষি মেরে আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে মোমেনকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত আব্দুল মোমেন এর মেয়ে শাফিয়া আক্তার দিপালী বলেন – আমার বাবাকে আমার চোখের সামনে মারধর করে হত্যা করেছে। আমি এর বিচার চাই। সবুজ, আশরাফুল, ফাইজুল ও তার স্ত্রী মীনা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে আমার বাবা কে মেরে ফেলেছে। এদের বিরুদ্ধে মামলা করবো।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামি করে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে তৎপর রয়েছে।###