ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক ব্যক্তির ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত মো. আবু সাইদ (৪৫) গত ১৮ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশালের গুজিয়াম পুরাতন কাশিগঞ্জপাড়া এলাকায় একটি গভীর নলকূপে পানি আনতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার সানাউল্লাহ (৩৩), হাবিব (৩৫), সাইদুল ইসলাম ওরফে সাইফুল (৪০), রুহুল আমিন (৪৫), ওবাইদুল্লাহ (২৩), জহিরুল ইসলাম (২৬), আবু সাইদ (৩০)সহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে তার পথরোধ করে হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও শাবল দিয়ে আবু সাইদকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহতের স্ত্রী মোছা. শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিল। ভাগ্যক্রমে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসায় প্রাণে বেঁচে যায়।”
এ ঘটনায় শাহনাজ আক্তার ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং-১৫৯১(৩) ২১.০৩.২৫ইং। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ব্যপারে মামলা নিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করেছেন।
শফিকুল ইসলাম