বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহতঃ থানায় মামলাঃ অভিযুক্ত ভাই আটক

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহতঃ থানায় মামলাঃ অভিযুক্ত ভাই আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ সদরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যায় অভিযুক্ত বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, এঘটনায় ঐদিন রাতেই নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মঙ্গলবার আসামী জালালকে ৩দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছেন।
নিহত লাল চাঁন ও ঘাতক জালাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা মৃত ইসলাম উদ্দিনের ছেলে। নিহত লাল চাঁন পেশায় মিশুক চালক ছিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে দুই ভাইয়ের মধ‍্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বিষয়টি নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা বসেছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ‍্যে তর্কবির্তক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন। এতে লাল চাঁন মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক জালাল উদ্দিনকে আটক করেন।###