ফুলবাড়ীয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলো স্কুলছাত্র

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সাজারী ও ইনষ্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় ২৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলো ৫ম শ্রেণীর ছাত্র সাদাফ। ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুৎতের এজিএম বলেন, একজন তারে জড়িয়ে মারা গেলে আমরা কি করবো।

সাদাফ(১২) ফুলবাড়ীয়া মর্ডান প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র। মোজাম্মেল হোসেন এর ছেলে। উপজেলার জোরবাড়ীয়া কোনাপাড়ায় বাড়ী হলেও সন্তানের লেখাপড়ার প্রয়োজনে পৌরসভার ০৮ ওয়ার্ডের ভাড়াটিয়া হিসেবে থাকেন।

স্থানীয়রা জানায়, ২১ মার্চ শুক্রবার স্কুলছাত্র সাদাফ পাশে উজ্জল মিয়ার বাসার ছাদে সহপাঠীদের সাথে খেলাধুলার এক পর্যায় ঝুলে থাকা পল্লী বিদ্যুৎেতের কভার বিহীন তারের সাথে লেগে থাকা লোহার রডে হাত লাগতেই বিদ্যুৎতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়া বাসার নিচে খাদে পড়িয়া যায়।

স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সাদাফকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা সংকটাপন্ন দেখিয়া জাতীয় বার্ন ও প্লাষ্টিক সাজারী ও ইনষ্টিটিউট এ রেফার্ড করেন। সেখানের কর্তব্যরত ডাক্তার সাদাফের দুই হাত কেটে ফেলে। দীর্ঘ ২৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মারা যায়। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে জানলেও কোন ব্যবস্থা নেয়নি। বাসার মালিক উজ্জল মিয়া বিল্ডিং কোড অনুযায়ী করে নাই, ঝুলে থাকা এগার হাজার ভোল্টেজ বিদ্যুৎতের তারে নিচে কিভাবে বাসা করলেন, কিভাবে অনুমতি পেলেন।

নিহতের বাবা মোজ্জামেল হোসেন বলেন, ধার-দেনা করে ছেলের চিকিৎসা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না।

ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুতের এজিএম নয়ন চন্দ্র সরকার তার পরিচয় না দিয়ে তিনি বলেন আপনার কি সমস্যা বলেন, ঝুলে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু হয়েছে, অনিরাপদ ভাবে ঝুলে থাকা তারের কি ব্যবস্থা নিয়েছেন তিনি বলেন আমাদের করার কিছুই নেই আপনি উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলেন।

ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান বলেন,ঘটনা শুনেছি, এ ঘটনায় কোন মামলা হয় নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।##

এনায়েতুর রহমান