ত্রিশালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় আত্মহত্যা করেছেন সানজিদা আক্তার জুই (২১) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরগা মহল্লা রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, জুই সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন, তবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার ভোরে নিজ ঘরে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। সকালে নাস্তার সময় তার মা রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুইকে দেখতে পান। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুইয়ের মামা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, জুইয়ের পিতা শাহজাহান বর্তমানে সৌদি আরবে কর্মরত। তাদের মূল বাড়ি মঠবাড়ী ইউনিয়নে হলেও তারা ত্রিশালে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় মানসিক চাপে পড়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।