রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন চায় বিএনপি –এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপি ক্ষমতার জন্য নয় , গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন চায় । তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুরে উপজেলা বিএনপির সদস্য ও জেলা মৎস্যজীবীদলের সহ সভাপতি মরহুম মোশাররফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক , বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , জলুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , বিএনপি নেতা রফিকুল ইসলাম , মরহুমের সন্তান পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর , মরহুমের ভাই মকবুল হোসেন , ছেলে তানভির হোসেন হৃদয় বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন , মোশাররফ হোসেন এর অবদান বিএনপি ভুলবে না । আওয়ামি দুঃশাসনের রক্ত চক্ষু উপেক্ষা করে তিনি বিএনপি ও আন্দোলন এর সব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন । মোশাররফ হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন , আওয়ামি দুঃশাসনের অবসান তিনি দেখে গেছেন , কিন্তু ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা দেখে যেতে পারেন নাই । তিনি সকলকে মোশাররফ হোসেন এর অপূর্ণ ইচ্ছা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান । তিনি বলেন কেউ কেউ বলেন , বিএনপি বার বার নির্বাচনের কথা বলে কেন ? তাদের প্রশ্নের জবাব একটাই , নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্টা হয় না , তেমনি জনগণের রাষ্ট্র কায়েম হবে না । তিনি বলেন , যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাবার বা নির্বাচিত শাসনে অনিহার চিন্তা করে তাদের চিন্তাধারা ছাত্র গণ অভুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি । তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের অয়োজন করতে রোড ম্যাপ দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান ।

এর আগে আজ সকালে এমোরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলার বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করেন এবং দুপুরে ধোবাউড়া প্রেসক্লাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাথে মতবিনিময় করেন ।