
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ঢাকার উত্তরা থেকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ক্লুলেস বৃদ্ধ আবেদ আলী (৭০) হত্যা মামলার আসামী মাহাবুবুর রহমান মাছুদ (৪৫)কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব ১৪, ময়মনসিংহ এবং সিপিসি-২, র্যাব-১।
জেলার তারাকান্দা থানার পূর্ব পাণ্ডলী গ্রামের আবেদ আলী মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭), স্বামী-মোঃ শাহ পরাণ, বাদী জানান, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যায় বৃদ্ধ পিতা আবেদ আলী (৭০) মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু মাহফিল শেষে বাড়ি না ফিরলে বাদীর বৃদ্ধ মাতা আশেপাশে অনেক খোঁজাখুজি করে। পরের দিন ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সকাল ৭টায় তারাকান্দা থানার পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ জনৈক আনোয়ার এর ফিসারীর পুকুরে বৃদ্ধ আবেদ আলী (৭০) মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাদীসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-২৪/০২/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
র্যাব-১৪,এর অধিনায়ক, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি দল ১৭ এপ্রিল রাত সাড়ে ৭টায় সিপিসি-২, র্যাব-১, উত্তরা এর সহায়তায় ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানার ৪ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস আবেদ আলী (৭০) হত্যা মামলার আসামি তারাকান্দা থানার পাণ্ডলী পশ্চিম গ্রামের মজিবুর রহমােনর পুত্র মাহাবুবুর রহমান মাছুদ (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###
মতিউল আলম